বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | নীরজের টুর্নামেন্টে খেলতে ভারতে আসছেন না পাক জ্যাভলিন থ্রোয়ার নাদিম, পহেলগাঁও হামলার জেরেই সিদ্ধান্ত?‌ ‌ 

Rajat Bose | ২৪ এপ্রিল ২০২৫ ১২ : ৫৮Rajat Bose


আজকাল ওয়েবডেস্ক:‌ নীরজ চোপড়া ক্লাসিক। জেএসডব্লিউ স্পোর্টসের সহযোগিতায় ২৪ মে শুরু হতে চলেছে এই টুর্নামেন্ট। এই জ্যাভলিন টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য নীরজ আমন্ত্রণ জানিয়েছিলেন প্যারিস অলিম্পিক্সে সোনাজয়ী পাকিস্তানি জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিমকে। এরপরই ঘটে যায় দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা। মারা যান কমপক্ষে ২৬ জন পর্যটক। এই পরিস্থিতিতে ভারতে আসার ব্যাপারে নীরজকে সরাসরি ‘না’ বলে দিয়েছেন নাদিম।


কিন্তু কেন না বললেন নাদিম?‌ যদিও নাদিম জানিয়েছেন, আসন্ন এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্য তিনি এই টুর্নামেন্টে অংশ নিতে পারছেন না। তবে নাদিম এটা জানিয়েছেন, টুর্নামেন্টে আমন্ত্রণ জানানোর জন্য তিনি নীরজের কাছে কৃতজ্ঞ। 


নীরজের টুর্নামেন্টটি ২০ থেকে ২৪ মে হওয়ার কথা। আর নাদিম কোরিয়া চলে যাবেন ২২ মে। প্রসঙ্গত, কোরিয়ার গুমিতে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ চলবে ২৭ থেকে ৩১ মে পর্যন্ত।


যদিও হামলার পর পাক নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করেছে ভারত সরকার। অবশ্য তার আগেই নীরজের প্রতিযোগিতায় খেলতে আসার ব্যাপারে ‘না’ করেছেন নাদিম।


এদিকে, বেঙ্গালুরুতে শুরু হতে চলা নীরজ চোপড়া ক্লাসিকে গ্রানাডার প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন অ্যান্ডারসন পিটার্সও থাকতে পারেন। তিনি দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন। অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকও জিতেছেন তিনি। টুর্নামেন্টে অংশ নিতে পারেন রোহিত যাদবের মতো জ্যাভলারও। প্রাক্তন অলিম্পিক চ্যাম্পিয়ন থমাস রোহলারও এই ইভেন্টে অংশ নেবেন। থাকবেন অলিম্পিক্স পদকজয়ী, প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন ইউলিয়াস ইয়েগোও, আমেরিকান জ্যাভলার কার্টিস থম্পসনও।


প্রসঙ্গত, প্যারিস অলিম্পিক্সে জ্যাভলিনে সোনা জিতেছিলেন নাদিম। আর রুপো পান নীরজ চোপড়া। 

 


নানান খবর

নানান খবর

বিশ্বকাপে রোনাল্ডো-মোরিনহো যুগলবন্দি! সিআর সেভেনকে বিশ্বকাপ দিতেই এই পদক্ষেপ পর্তুগিজ ফুটবল সংস্থার

ইস্টবেঙ্গলকে ৫০ লক্ষ টাকা অনুদান, সিএবিকে ক্রিকেট স্টেডিয়াম করার প্রস্তাব মমতা ব্যানার্জির

‘আমি নিতুকে বলছিলাম, তোমরা টিমটা ভাল করে করো’, পর্যুদস্ত ইস্টবেঙ্গলকে পরামর্শ মমতার

দুষ্কৃতীদের ভয়ে বিছানার নীচে লুকিয়ে ফুটবলার, অপহরণ স্ত্রী-সন্তানকে

এরপরেও দ্বিপাক্ষিক সিরিজ? পহেলগাঁও হামলার পর বড়সড় ঘোষণা রাজীব শুক্লার

ব্যাটেই লাগেনি বল, অথচ ডাগ আউটের দিকে হাঁটা লাগালেন ঈশান কিষান, দেখুন ভিডিও

আইপিএলের জন্য ছাড়তে পারেন পিএসএল, আগামী বছরের দিকে তাকিয়ে পাক তারকা

মায়োরকার গোল লক্ষ্য করে ৪০টি শট নিয়ে বার্সা জিতল মাত্র ১ গোলে

ফুটবল মাঠ কাড়ল তরুণ-তাজা প্রাণ, গা ঘামানোর সময়ে মাঠে লুটিয়ে পড়ে মৃত্যু ফুটবলারের

'আসুন সবাই শান্তি ও মানবতার পক্ষে দাঁড়াই', পহেলগাঁওয়ে নিহতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন হার্দিক-কামিন্সদের

'ক্রিকেট খেলে ভুল করেছি', কেন এমন বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক?

ওয়াংখেড়েতে হবে টি-২০ মুম্বই লিগ, টুর্নামেন্টের মুখ কে?

কেকেআরের ব্যর্থতার কারণ খুঁজে বের করলেন আকাশ চোপড়া, কাঠগড়ায় দাঁড় করালেন তিন নাইটকে

খেতাব হেরে রানার্স আপ ট্রফি নিতে অস্বীকার করলেন সাবালেঙ্কা, আরও একটা পোর্শে হাতছাড়া

কেকেআরের থেকেও বেশি সমালোচিত রাসেল, ক্যারিবিয়ান তারকার পাশে এবার দেশের অন্যতম ম্যাচ উইনার

সোশ্যাল মিডিয়া